The Soda Pop
কিন্তু হঠাৎ কী মনে হলো,
আপনি দেখতে চাইলেন আপনার
পুরনো মানুষটি কেমন আছে! আর
তখুনি ঘটবে যত বিপত্তি।
কখনও সিনেমা দেখতে গিয়ে,
কিংবা শপিং মলে গিয়ে পুরনো মানুষের সাথে হুট
করে দেখা হয়ে গেলে আপনি
যেমন কিছুটা সময়ের জন্যও
পুরনো সময়ে হারিয়ে যাবেন,
ফেসবুকেও তাই।
এবং সেটা আরো বেশি মাত্রায়, কারণ ফেসবুকে খুব সহজেই
আপনি আপনার
পুরনো মানুষকে খুঁজে পাবেন,
সে কোথায় গেলো, কার
সাথে মিশছে, কোথায় ডিনার
করতে যাচ্ছে, কার সাথে লং ড্রাইভে যাচ্ছে –
ইত্যাদি সব কিছুই
আপনাকে তাড়া করে বেড়াবে।
ভুলেও
ফেসবুকে পুরনো সম্পর্কের পিছু
নেবেন না। আপনার জীবন পুড়ে ছাড়খার হবে।

সম্পর্ক ভাঙ্গার
ঘোষনা দেয়ার জায়গা ফেসবুক
যেন না হয়। একটি সম্পর্ক
ভেঙ্গে গেলে কিছুটা সময়
নিয়ে, ধীরে সুস্থ্যে আপনার
স্ট্যাটাস আপডেট করুন।কিন্তু ফেসবুকে এসে সম্পর্ক ভাংবেন
না।

৮. বুঝতে অসুবিধা হয় এমন স্ট্যাটাস লিখবেন না আমরা প্রায়শই দেখি, মানুস
স্ট্যাটাস লিখেছ হরেক
রকমের সিম্বল দিয়ে, হাসির
চিহ্ন, এক্স, এক্স ইত্যাদি –
যা বুঝতে সেটা পড়তে হয়
কয়েক বার। এমন দুর্বোধ্য স্ট্যাটাস
দিয়ে নিজেকে সবার
সামনে ছোট না করে,
পরিস্কার ভাষায় স্ট্যাটাস
দিন।

৯. হুট করেই রিলেশনশীপ স্ট্যাটাস “সিঙ্গেল” করার মাধ্যমে কাউকে ডাম্প করবেন না সম্পর্ক ভাঙ্গতেই পারে।
তবে একটি সাধারন সম্পর্ক
ভেঙ্গে দুটো মানুষের ভেতর
যে পরিমান কথা এবং ইমোশন
যুক্ত থাকে, হুট
করে ফেসবুকে “সিঙ্গেল” লিখে দিলেই সেটা শেষ
হয়ে যায় না। এটা খুবই
ছোটমানুষী। নিজেকে সবার
সামনে ছোটমানুষ হিসেব
তুলে ধরার প্রয়োজন নেই।

১০. একদম অপরিচিত কাউকে বন্ধু বানাবেন না আপনি নিশ্চই একটি খাবারের
দোকানে গিয়ে কাউকে দেখে
তাকে জিজ্ঞেস করবেন না,
আমি কি তোমার বন্ধু
হতে পারি? আপনার
কাউকে ভালো লাগলে হয়তো, তার সাথে সৌজন্য কা বলবেন,
তাকে চেনার চেষ্টা করবেন,
তারপর হয়তো কখনও
সেটা বন্ধুত্বে রূপ
নিতে পারে। কিন্তু এই
কাজটি আমরা হরহামেশাই ফেসবুকে করে থাকি। একদম
অজনা মানুষকে আমরা বন্ধু
হিসেবে যোগ করে ফেলি।

ফেসবুকে এমন লক্ষ লক্ষ মানুষ
আছেন যারা অপরিচিত
মানুষকে বন্ধু রিকোয়েস্ট
পাঠিয়ে থাকেন।
এবং তারা মনে করেন,
এটা ঠিক একটি কাজ। তাদের ধারনা ভুল। এটা মোটেও ঠিক
কোন কাজ নয়। কোনও অপরিচিত
কারো সাথে যদি বন্ধুত্ব
করতে হয়,
তাহলে তাকে রিকোয়েষ্ট
পাঠানোর সাথে কারনটিও ব্যাখ্যা করুন।

আশা করছি আপনারা এগুলো
মেনে চলবেন;
এবং নিজেকে সুন্দরভাবে কোটি
কোটি মানুষের
সামনে তুলে ধরবেন।