Insane
সূরা ফাতিহা

আলহামদু লিল্লাহি রাব্বিল
আ’লামীন
আর রাহমানির রাহীমি

মালিকি ইয়াওমিদ্দীন

ইয়্যাকা না’বুদু
ওয়া ইয়্যাকা নাস্তাঈন
ইহ্দিনাস্ সিরাতাল
মোস্তাকীম

সিরাতাল্লাজীনা আন
আমতা আলাইহিম গাইরিল
মাগদূবি আলাইহিম
ওয়ালাদ্দোয়াল্লিন
আমীন

বাংলা অর্থ পরম করুণাময় পরম দয়াময়
আল্লাহর নামে
১. সমস্ত প্রশংসা বিশ্বজগতের
প্রতিপালক আল্লাহ্রই,
২. যিনি পরম করুণাময়, পরম
দয়াময়, ৩. যিনি বিচার দিনের
মালিক
৪. আমরা একমাত্র তোমারই
ইবাদত করি এবং শুধুমাত্র
তোমারই সাহায্য
প্রার্থনা করি ৫. আমাদেরকে সরল পথ দেখাও,
৬. সে সমস্ত লোকের পথ,
যাদেরকে তুমি নেয়ামত দান
করেছ
৭. তাদের পথ নয়, যাদের
প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট
হয়েছে